Logo
Logo

রাজনীতি

দেশে দক্ষ খেলোয়াড়-সংস্কৃতিকর্মী তৈরি করতে চান তারেক রহমান

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

দেশে দক্ষ খেলোয়াড়-সংস্কৃতিকর্মী তৈরি করতে চান তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি৷ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। এখন সামনের দিনে দেশ গড়ার পালা। 

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনে দেশ গড়তে দেশের প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো। 

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষ। আমাদের অনেক মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন। আমি একজন রাজনৈতিককর্মী হিসেবে, বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী  ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না, আগামী দিনে অবশ্যই প্রফেশনাল খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে। যাতে আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারি। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন শিশুদের জন্য নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

তারেক রহমান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যাক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যত প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আমাদের যখন মামলা-হামলায় কোণঠাসা করে রেখেছিলো তখন আসাদুল হাবিব দুলু নানা ধরনের খেলাধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রতিবেশী দেশের এক নেতা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে যে নির্দেশনা দিয়েছেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত।  তিনি বলেন আপনার অনেক বড় দেশ আমরা ছোট দেশ এত সৈনিক না থাকলেও আমাদের ১৪/ ১৫ কোটি মানুষের যে সোলজার বাহিনী রয়েছে তা দিয়ে আমরা  শত শত বাধা অতিক্রম করতে পারব। আমাদেরকে ভয় ভীতি দেখাবেন না।

এ সময় আরো বক্তব্য দেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন এ্যানি, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু প্রমুখ। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির সাংগঠনিক দল অংশ নেয়। ফাইলাল খেলায় রংপুর মহানগর বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি দল অংশ নেয়। 

এস, কে সাহেদ/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর