ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২৩ টি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাত্র ২১ মামলা বাতিল ও খারিজ হয়েছে। এখনো বাকি ৭৩ মামলা। এসব বানোয়াট ও মিথ্যা-গায়েবি মামলাগুলো খড়্গ হয়ে ঝুলছে বিএনপির দুই শীর্ষনেতার কাঁধে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছর আর তার আগের ফখরুদ্দীন-মইন উদ্দিন সরকারের দুই বছরে তাদের বিরুদ্ধে ১১৭টি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়।
এর মধ্যে গত ১১ দিনে মাত্র ৪৪টি মামলা বাতিল ও খারিজ করা হয়। এর আগে ২০ অক্টোবর শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত আদালত কর্তৃক প্রচলিত আইনি প্রক্রিয়ায় এসব মামলা খারিজ ও বাতিল হয়।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক, খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলাগুলো প্রচলিত আইনি প্রক্রিয়ায় ও সিআরপিসি সাংবিধানিক আলোকে নিষ্পত্তি করা হবে। ইতোমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২৩ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ২১টি মামলা খারিজ ও বাতিল করা হয়েছে। আদালত যথাযথ প্রক্রিয়া অনুসারে মামলাগুলো বাতিল ও খারিজ করেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাবশত এসব মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা দায়ের করা হয়। সরকারের নির্বাহীদের সরাসরি হস্তক্ষেপে এসব মামলা দায়ের করা হয়। সেসব মামলার কোনো আইনি ভিত্তি ছিল না।তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে মাত্র একটি রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল আর বাকি ১৮টি মামলা খারিজ করা হয়েছে। যেগুলোর বেশির ভাগই ছিল মানহানির মামলা।
কায়সার কামাল আরও বলেন, যেসব মামলা দায়েরের পর দীর্ঘ বছর ধরে সাক্ষী/বাদী কারও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তারা আদালতে আসেন না এবং মামলার কার্যকারিতা হারিয়েছে সেগুলো খারিজ করা হচ্ছে।